Loader
  • আজ শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ |
  • ৭ই ডিসেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
আবুল বাশার শেখ -প্রোফাইল

Profile
নাম আবুল বাশার শেখ
লিঙ্গ: পুরুষ
পেশা: Writer
ওয়েবসাইট:
মাতৃভূমী: বাংলাদেশ
বর্তমান নিবাস: ভালুকা, ময়মনসিংহ।
স্থায়ী নিবাস: ভালুকা, ময়মনসিংহ।
সংক্ষিপ্ত জীবনী:
আবুল বাশার শেখ

বহুমুখী প্রতিভার অধিকারী তারুণ্যের কবি আবুল বাশার শেখ। ১৯৮৬ সালের ১লা জুন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাদে পুরুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ আঃ ছামাদ শেখ, মাতা- মোছাঃ রূপজান নেছা। ছয় ভাই ও এক বোনের মধ্যে লেখক সর্বকনিষ্ঠ। সরকারী আনন্দ মোহন কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করে একটি কোম্পানীর হিসাব বিভাগে কর্মরত আছেন।
১৯৯৯ সাল থেকে কবি, গীতিকার, গল্পকার, সাংবাদিক, কলামিষ্ট হিসেবে দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অন লাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন প্রকাশনা/সাময়িকীতে সাহিত্য ও সমাজের নানা বিষয় নিয়ে নিয়মিত লিখে চলছেন। ২০১৮ সালে প্রকাশ পায় প্রথম একক কাব্যগ্রন্থ ‘হৃদ্যতার নিশিকাব্য’ এবং ২০২৪ বইমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় একক কাব্যগ্রন্থ আড়ালের জলছবি। প্রকাশিত যৌথ কাব্য/গল্প গ্রন্থ ২০-এর অধিক। একজন নিবেদিত সংবাদকর্মী হিসেবে যেমন পরিচিতি আছে তেমন প্রচ্ছদ কিংবা কন্ঠ শিল্পী হিসেবেও বেশ পরিচিত।
কবি সংসদ বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ, কাব্যকথা সাহিত্য পরিষদ, সহায়ক বাংলাদেশ, ভালুকা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন। ২০১৭সালে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ভাষা শহীদ মোস্তফা এম এ মতিন সম্মাননা পদক’সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন। সম্পাদনা করছেন সাহিত্যপত্র মানবতা, লেখক বাড়ি ডট কম ও ছড়া কবিতার কাগজ পদ্মবন্ধু। 
স্ত্রী সানজিতা ও একমাত্র মেয়ে সাওদা’কে নিয়েই তার সংসার। যোগাযোগ:- ০১৭১৭০৩৯৮৭৯ ই-মেইল- abasharpoet@gmail.com
সাম্প্রতিক লেখা

অঙ্কন: আবুল বাশার শেখ


আজ এই বিশেষ দিনে যখন আমি আমার মা’কে নিয়ে লিখছি তখন আমার মা আমার থেকে খুব বেশি দূরত্বে নয় মাত্র দুই হাত, তারপরও আমার মায়ের কি অবস্থা তা আমি জানিনা। আমার বেহেস্ত স্নেহময়ী মা আমাকে চিরতরে এতিম করে না ফেরার দেশে তাঁর আপন মানুষ আমার বাবার...

অঙ্কন: আবুল বাশার শেখ

চারদিকে শুধুই গরম
বেঁচে থাকাই দায়,
সবুজ গাছে কুড়ি মুকুল
অকালে ঝরে যায়। 
নতুন করে ধরছেনা।
আম কাঠালের কুড়ি ঝরে
লিচুর দেখাও মিলছেনা,
জামের দশা খারাপ দেখি
প্রতিকার কি দেখছিনা।
ধানের ফলন ভালো ছিল
খরায়...

অঙ্কন: আবুল বাশার শেখ

মন চলে যায় হাওয়ার বেগে
দেহ একা থাকে,
ফিলিস্তিনের ময়দানে রোজ
ঘুরে ফাঁকে ফাঁকে।

নারী ও শিশুর আর্তনাদে ভারি
আকাশ বাতাস,
পশু পাখি তরু এক সাথে মিলে
করে হা-হুতাস।

সেথায় মাটিতে রক্তের স্রোত
বাঁচার আকু...

সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।