ক্যাটাগরি: ছড়া
অঙ্কন: আবুল বাশার শেখ
চারদিকে শুধুই গরম
বেঁচে থাকাই দায়,
সবুজ গাছে কুড়ি মুকুল
অকালে ঝরে যায়।
নতুন করে ধরছেনা।
আম কাঠালের কুড়ি ঝরে
লিচুর দেখাও মিলছেনা,
জামের দশা খারাপ দেখি
প্রতিকার কি দেখছিনা।
ধানের ফলন ভালো ছিল
খরায়...