Loader
  • আজ শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ |
  • ৭ই ডিসেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
কারা লিখবেন কী লিখবেন

পাণ্ডুলিপিতে যারা আমন্ত্রিত হবেন

যারা সাহিত্য রচনা করেন তাঁরা সবাই এখানে লেখা প্রকাশ করতে পারবেন। মূলত এটি একটি সার্বজনীন সাহিত্যবিষয়ক মাধ্যমের প্রকাশনা, গবেষণা ও সংরক্ষণের কেন্দ্র। এখানে সব বয়সের লেখকরাই লেখা প্রকাশ করতে পারেবেন। সব ধরনের লেখাই মৌলিক ও স্বরচিত হতে হবে।


পাণ্ডুলিপিতে যে ধরনের লেখা প্রকাশ করা যাবে

সাধারণত সাহিত্যবিষয়ক সব বিষয়ের উপরই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। সাহিত্য বহির্ভূত কোনো প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলোর সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

  • গল্প
  • ছোটগল্প
  • অণুগল্প
  • রম্যগল্প
  • উপন্যাস
  • নাটক
  • অণুনাটক
  • ছড়া
  • কবিতা
  • গদ্য
  • প্রবন্ধ
  • নিবন্ধ
  • জীবনী
  • আত্মজীবনী
  • সাক্ষাৎকার
  • ভ্রমণ কাহিনী
  • রম্য রচনা
  • আলোচনা
  • অনুবাদ
  • অন্যান্য

সদস্যের একাউন্ট প্রসঙ্গে
  •   পাণ্ডুলিপিতে যেকোনো ব্যক্তি চাহিদা মোতাবেক তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে সদস্য হতে পারবেন।
  •   এখানে কেবল একজন ব্যক্তির একটি একাউন্ট থাকাই জরুরি। তবে যদি কোনো কারণে একাধিক আইডি রাখার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন, তবে আমাদের অনুমতি সাপেক্ষে আমাদের জানিয়েই কেবল তা করতে হবে।
  •   একই কম্পিউটার থেকে একাধিক নামে কেউ লগইন করে থাকলে তা মনিটর করার ব্যবস্থা যোগ করা আছে এই ওয়েবসাইটে। যদি দেখা যায়, একই কম্পিউটার থেকে লগইন করে একাধিক নামে কেউ এখানে কোনো বিতর্কে উস্কানি দিচ্ছে বা পরিবেশ অস্থিতিশীল করায় ভূমিকা রাখছে, তবে সব ক'টি আইডিই বন্ধ করে দেয়া হবে।
  •   ছদ্মনামে একাউন্ট তৈরি করা এখানে নিষিদ্ধ না হলেও ছদ্মনামটি অর্থবহ ও পরিমার্জিত হতে হবে। আপত্তিজনক নামে কেউ এখানে একাউন্ট তৈরি করলে প্রথমে তাকে এ ব্যাপারে ইমেইলে জানানো হবে। তার কিছুদিনের মধ্যে নামটির পরিবর্তন না করলে একাউন্ট বন্ধ করে দেয়া হবে।
  •   সদস্যের প্রোফাইলে কেবল সদস্যের নিজের ছবি দেয়া যাবে। অন্য কোনো ছবি প্রোফাইলে গ্রহণযোগ্য নয়। প্রোফাইলে ছবি যোগ করা বাধ্যতামূলক না হলেও সদস্যের পরিচিতির স্বার্থে ছবি যোগ করায় আমরা উৎসাহ দিয়ে থাকি।
  •   সদস্যের প্রোফাইলে কেবল সদস্যের নিজের যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক যোগ করা যাবে। অন্য কোনো ব্যক্তির বা পেজের লিঙ্ক এখানে দেয়া যাবে না।
  •   যেকোনো সদস্য অন্য যেকোনো সদস্যকে তাঁর প্রিয় সদস্যের তালিকায় রাখতে পারবেন। যদি কেউ কোনো প্রকার অযাচিত অসামাজিক অভদ্র ব্যবহারে লিপ্ত হয় বা আপনার ধৈর্যচ্যুতি ঘটে এমন কিছু কোনো সদস্য প্রয়োগ করেন তবে তাঁর বিরুদ্ধে অভিযোগনামা পেশ করতে পারবেন। যদি আপনি চান তাঁর অনুমোতি ব্যতিরেকেই সেই সদস্যকে অবশ্যই ব্লক করতেও পারবেন।
  •   এসব নিয়মাবলীর বাইরেও ওয়েবসাইটের নীতি ও লক্ষ্যের সাথে সাংঘর্ষিক মনে হলে প্রয়োজন সাপেক্ষে পাণ্ডুলিপি কর্তৃপক্ষ যেকোনো লেখা বা সদস্যের একাউন্ট ব্যান করার অধিকার রাখে। পাশাপাশি প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী এখানে উল্লেখিত নীতিসমূহের যেকোনো রকম পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতাও শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র সংরক্ষণ করে।
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।