চারদিকে শুধুই গরম
বেঁচে থাকাই দায়,
সবুজ গাছে কুড়ি মুকুল
অকালে ঝরে যায়।
নতুন করে ধরছেনা।
আম কাঠালের কুড়ি ঝরে
লিচুর দেখাও মিলছেনা,
জামের দশা খারাপ দেখি
প্রতিকার কি দেখছিনা।
ধানের ফলন ভালো ছিল
খরায় এখন চিটা,
ঘরে ঘরে হবেনা এবার
নতুন চালের পিঠা।
প্রখর রোদে দহন তাপে
চলার গতি কমছে,
পশু পাখিও হার মেনেছে
সবুজ খুঁজে দমছে।
এই যে গরম কি কারণে
সবুজ গাছের খরা,
খালি জাগায় চারা লাগাই
বাঁচাই বসুন্ধরা।
Title Text
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ
কোন মন্তব্য পাওয়া যায়নি।