Loader
  • আজ রবিবার ১৯শে কার্তিক ১৪৩১ |
  • ৩রা নভেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
Title Text

অঙ্কন: দেলোয়ার হোসেন
ক্ষণিক দেহে ঘামের স্রোত বেয়ে
কত হয়রান বয়ে চলে যবনিকা না টেনে।
ঘাসের বিছানা পেতে যত অপেক্ষা
বুক পেতে নিতে জড়ায়েছে সেই বুকে;
দীর্ঘকাল বসত করে গৃহহীন জলরাশি
দুহাত পেতে তৃষিত, তবুও দুই কূল মনের মতোই...
আমাকে যদি শেকল বেঁধে দিয়ে বলো—
স্বাধীনতা দিলাম, চলে যাও।
আমি বুঝব আকাশের সীমানা নেই
তবুও খাঁচার পাখির পরাধীনতা খাঁচাই।
 
বিষণ্ন মায়ার স্পর্শ যেমন অশ্রুসিক্ত
শহরের যেমন কান্নার রাতদিন নেই
তেমনি আমার ধূসর চোখ পাণ্ঠু্লিপি মুছে ফেলে;
একটানা ক্রোধ নক্ষত্রের মতো ঝুলে থাকা
ঐশ্বর্য অধর—প্রস্রবণতিক্ততা পারস্পরিক বৈরী।
 
শেষ বিকেলে চায়ের সাথে তোমার মোহনীয় দেহ
আমাকে তছনছ করে দেয় উদ্বেলিত মনন।
পিপাসাকাতর দেহ, তবু হাত পেতে বলে
শুক্লা, একটু ভালোবাসার স্পর্শ দিয়ো মোরে
শেষ বিকেলে চায়ের কাপে…
 
১১ আগস্ট ২০২৩, শংকর, ঢাকা
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ
কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।