Loader
  • আজ বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
Title Text

অঙ্কন: দেলোয়ার হোসেন
নিস্তব্ধ রাতের অন্ধকারে…
হঠাৎ ঝিরঝিরে হাওয়ার ডানায় অনুভূত সংশয়
জড়িয়ে ধরে বিস্মৃত বোধের খেয়ালি অবয়ব।
 
হুতোম জেগেছে রাত্রি শিরীষের মগডালে
সে ছাড়া আর আমি কিংবা ইঁদুর-সাপের খেলা
জোনাকির এলোমেলো নীলাভ আলোর বিকীর্ণ
কারও দোরবন্ধ চৌকাঠ পেরিয়ে জড়িয়ে আছে শৃঙ্গার;
এতসব আস্তীর্ণ সজ্জাহীন জাগ্রত চোখের খতিয়ান
মনের অনুরণন, তবুও গহন করে বিস্মৃত মুখাবয়ব।
 
তাকে মনে পড়ে...
বিভোর একঝাঁক পাখির নীড়ে ফেরার কোলাহলে
দাঁড়িয়ে থেকে সন্ধ্যা নামে রাত নামক একাকিত্বের ঘোর;
শুক্লার শরীরী রেশমি আস্তরণ গড়ায় ফেরারি শরীরে।
শ্বেতপাথরের শীতল পাটাতন প্রতিবিম্ব হয়ে
সাথে সাথে চলে যুগের পর যুগ সন্তর্পণে অনুচরের পায়ে।
তবুও অনাদরে দিশেহারা মুখের আদল পরাস্ত
চিরকাল বুঝি শেকল পরার গান গেয়ে যায়—
মনে পড়া পরিশ্রান্ত দেহাবরণ অন্তর্যামী ভাস্কর্য।
 
দেবালয়ে বিচরিত মন চিরবধির পীড়িত
আমি উপাসক হতে চেয়ে ফিরেছি বারে বারে—
ধূসর হৃদয়ে তাকেই মনে পড়ে;
এমন অনিভৃত মন যপিতে যপিতে
হাঙর খেলেছে ডাঙায় আজীবন পরাভূতে।
 
১৯ আগস্ট ২০২৩, শংকর, ঢাকা
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ
কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।