Loader
  • আজ বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
Title Text

অঙ্কন: দেলোয়ার হোসেন
আকাশ দেখার ইচ্ছেটা সেই ছোট থেকেই,
কোমল মনের সাধ বড় হতে হতে
একদিন আকাশ ছুঁতে চায়।
রাস্তা, অলিগলি, শহরের জানালা একটু সুযোগ পেলেই,
ফাঁক-ফোকরে আকাশ দেখে ফেলে নির্মোহ চোখ;
এ স্বভাব মানুষের; যারা আকাশ দেখে রোজ রোজ।

মনের প্রতিরোধে নিত্য ক্লান্ত পায়ের পথ,
একলা আকাশ ক্ষরণের দ্রোহে শুধু ধরা দেয় শহরের ছাদ,
নারীর মতো অবিনাশী টান জড়িয়ে ধরে বিদীর্ণ আকাশ।
আকাশের বাহু মানুষের শেষ আশ্রয় হলে
চোখ - কতদূর দেখতে পারে শুভ্র মেঘের বাতাস?
মন - কতটা শুনতে পারে শব্দ;
অনুনাদ মায়াজাল পাহারের ভাঁজে,
গহীন বনে অথবা গভীর সমূদ্রের চরাচরে?

সোঁদা অভিমান শুক্লার হাত সূর্য আভারিত করে পৃথিবীর ওপারে,
সেখানে পায়রার ডানা চিকচিক করে।
এখানে রাতের আকাশে নক্ষত্রপাত,
আমি আর শুক্লা; রাতের আকাশে নিঃসঙ্গতা দেখে ফেলি।
তখনও অন্য আকাশে পৃথিবীর ওপারে
আলোময় বাহু প্রেমিকের হাত ধরে ডাকে;
তবে কি তারাও ভালোবেসে আঁধার নেবে আলিঙ্গনে?
কেনো তবে আবার আমার আকাশে ফিরে আসে
চিলের ডানা আর পায়রার ধামালি!
তবে কি আকাশ দেখার বয়স করে আজীবন মিতালি?
সেই অজুহাতে দেখে চোখ প্রেমের বিরহ শুক্লার সংযোগ;
অতঃপর জীবন খোঁজে চিলেকোঠার ছাদে একা মন,
একা একা বসে থাকা যাযাবর সম্ভোগ।
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ
কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।