Loader
  • আজ বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে পাণ্ডুলিপি পোর্টাল

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
Title Text

অঙ্কন: দেলোয়ার হোসেন
একুশ কেন ফাগুনেই জেগেছে
          মিছিলে মিছিলে দুপা মেলেছে
একুশ কেন ফুলের হাতকে কিনেছে
                  কেন একুশ কেন ফাগুনেই এসেছে?
একুশ প্রেম প্রিয়ার খোঁপাতেই নিরন্তর সেজেছে;
নগ্ন পায়ের সাদা-কালো শোক;
         ফুলেল সমাদর; শহিদ বেদিতে-বেদিতে বিধৌত কেঁদেছে!
 
তবে কি ফাগুন বুঝে গিয়ে একুশের দায় নিজ শাখাকেই রাঙায়?
শীতের ন্যাড়া শাখা একুশ-ফাগুনে বিদ্রোহী হয়ে যায়;
করবী, জুঁই, চামেলি, বকুল, মান্দার আর মাধবীর উন্মাদনা
একুশের গানে গানে মুখরিত নয়নতারা হরেক চাঁপা আর গাঁদা
অশোক, ভাঁটি, থোকা থোকা মধুমঞ্জরি, মাধুরীলতা কুসুমিত কৃষ্ণচূড়া;
দেবকাঞ্চন, রঙ্গন, বেলি, কুরচি, একুশের পায়ে মিলে একাকার
টগর, আকন্দ, রজনীগন্ধা, মুচকুন্দ নির্মোহে ফোটে শিমুল, পলাশ
শিউলি, কাঞ্চন, নাগেশ্বর, কাঠগোলাপ দেহত্যাগী যত পারিজাত
আরো কত বাহারি সুবাস আবেগ জড়িয়ে ভোর হয় একুশের রাত।
 
মায়ের আহাজারি, বাবার ক্লেশ, ভাইয়ের শোক, বোনের কান্না
ফাগুনই নিয়েছে দায়
            এমন স্মৃত স্মরণ ধরাতে মিলবে কোথায়?
বিজাতি পাষাণেরা মুখের ভাষা নয়; দেহ করেছে নিষ্প্রাণ
রফিক বরকত সালাম জব্বার শফিউর
           অহিউল্লাহ আউয়াল আর মিছিলের অজ্ঞাত লাশ
বিশ্ববরেণ্য শহিদ আজ তাঁরা অজর দেহে
                       ফাগুনের মতোই চির উদ্ভাস।
 
৮ ফাল্গুন ১৪২৯
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ
কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
লেখার ক্যাটাগরি
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
পাণ্ডুলিপির নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য পান্ডুলিপি কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।